সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রেনের ধাক্কায় মাথা-হাত বিচ্ছিন্ন, ঘটনাস্থলেই মৃত্যু 

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ২২ ১০ ০২  

ট্রেনের-ধাক্কায়-মাথা-হাত-বিচ্ছিন্ন-ঘটনাস্থলেই-মৃত্যু 

ট্রেনের-ধাক্কায়-মাথা-হাত-বিচ্ছিন্ন-ঘটনাস্থলেই-মৃত্যু 

ঢাকাগামী আন্তনগর গোধুলি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শরীর থেকে মাথা, হাত বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় রেলওয়ে স্টেশন সংলগ্ন টেডি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা শেষে গোধুলি কেড়ে নিল এক প্রাণ সন্ধ্যা সোয়া ৭টার দিকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর গোধুলি এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে আসছে। এ সময় ট্রেনটি রেলওয়ে জংশন স্টেশন সংলগ্ন টেডি ব্রিজ এলাকায় আসলে ঐ ব্যক্তি রেললাইন পার হয়ে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আলিম হোসেন শিকদার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর গোধুলি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শরীর থেকে মাথা হাত বিচ্ছিন্ন  হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

Provaati
    দৈনিক প্রভাতী